খুন আগের চেয়ে অনেক কমেছে, জনগণ নিরাপদে আছে: স্বরাষ্ট্র সচিব

খুন আগের চেয়ে অনেক কমেছে, জনগণ নিরাপদে আছে: স্বরাষ্ট্র সচিব
প্রকাশিত

দেশে খুনের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে এবং জনগণ এখন নিরাপদে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অত্যাধুনিক নতুন স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেশে সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ড ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এছাড়া দেশে খুনের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে এবং জনগণ এখন নিরাপদে আছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেশের জনগণের সেবায় শতভাগ সফল বাহিনী হিসেবে

উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘এ বাহিনীকে যথাযথ মর্যাদা ও সুযোগ তৈরি করে দিতে না পারলে এই ব্যর্থতার দায় সবার।’

তাই সরকার শেষ সময় পর্যন্ত এ বাহিনীকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, বিজিবি নারায়ণগঞ্জ ৬২ ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রমুখ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com