

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) এর সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর রহমান
The Metro TV
মঙ্গলবার (২ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে অনলাইন প্ল্যাটফর্মে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে অনলাইনে ভোটগ্রহণ চলে। স্বচ্ছতা নিশ্চিত করতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়াটি সরাসরি (লাইভ) প্রদর্শন করা হয়। দেশের ৬৪ জেলার মোট ২ হাজার ১৩৮ জন বিচারক এই নির্বাচনের ভোটার ছিলেন। এর মধ্যে ১ হাজার ৮৯০ জন বিচারক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ছিল ৮৮ শতাংশ।
Result Courtesy - Election Buddy
The Metro TV
নির্বাচনে ১ হাজার ৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আলী হোসাইন।
নির্বাচনে ১ হাজার ৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আলী হোসাইন।
The Metro Tv
অন্যদিকে, ১ হাজার ২৩৮ ভোট পেয়ে মহাসচিব পদে জয়ী হন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৬টি পদে মোট ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।
১ হাজার ২৩৮ ভোট পেয়ে মহাসচিব পদে জয়ী হন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
The Metro TV
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাকে নির্বাচিত করায় সারা দেশের সব বিচারকদের প্রতি আমি কৃতজ্ঞ। বিচার বিভাগকে আধুনিক ও যুগোপযোগী করে বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব।’
নতুন নেতৃত্ব তাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
শতভাগ জুডিশিয়াল অ্যালাউন্স ও ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন।
মোবাইল কোর্ট জুডিশিয়ারির অধীনে আনা।
সব স্তরের বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা।
‘ওয়ান জজ ওয়ান কার’ (One Judge One Car) দাবি বাস্তবায়ন।
আবাসন প্রকল্প দ্রুত হস্তান্তর।
নবীন বিচারকদের দক্ষতা উন্নয়নে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা।
প্রতিটি আদালতের জন্য পৃথক বাজেট বরাদ্দ নিশ্চিত করা।
এছাড়া সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের কর্মপরিবেশ উন্নয়নসহ সকল বিচারকের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখবে বলে নবনির্বাচিত মহাসচিব দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের কর্মপরিবেশ উন্নয়নসহ সকল বিচারকের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখবে বলে নবনির্বাচিত মহাসচিব দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
The Metro TV