গুমে জড়িতদের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘মায়ের ডাক’র, স্মারকলিপি প্রদান

গুমে জড়িতদের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘মায়ের ডাক’র, স্মারকলিপি প্রদান
প্রকাশিত

বলপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং 'আয়নাঘর' পরিচালনায় জড়িত অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন গুমের শিকার পরিবারগুলোর সংগঠন 'মায়ের ডাক'।

আজ রবিবার দুপুরে তারা এই স্মারকলিপি জমা দেন। এর আগে, রাজধানীর হাইকোর্ট মাজার গেটে মানববন্ধন করেন তারা।

স্মারকলিপিতে 'মায়ের ডাক' যে ছয় দফা দাবি জানিয়েছে, প্রধান দাবিসমূহ:

১. অভিযুক্তদের তালিকা প্রকাশ ও পলায়ন রোধ: আয়নাঘর ও গুম-নির্যাতনের সঙ্গে জড়িত সেনা, গোয়েন্দা ও সরকারি কর্মকর্তাদের নাম প্রকাশ করে তাদের দেশত্যাগে বাধা দেওয়ার দাবি।

২. অপরাধীদের গ্রেপ্তার: ক্যান্টনমেন্ট থেকে অভিযুক্তদের সরিয়ে আইনি প্রক্রিয়ায় কারাগারে প্রেরণ।

৩. উচ্চপদস্থদের অপসারণ: সেনা ও গোয়েন্দা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের পদচ্যুত করে বিচারের আওতায় আনা।

৪. আয়নাঘরের প্রমাণ সংরক্ষণ: গোপন এই বন্দিশালার প্রমাণ ধ্বংস রোধে জরুরি ব্যবস্থা নেওয়া।

৫. ভবিষ্যৎ প্রতিরোধ: গুম ও গোপন বন্দিশালার পুনরাবৃত্তি রোধে সংবিধান ও আইন সংস্কার।

৬. গুমের শিকার পরিবারের সহায়তা: রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি ও সহযোগিতা প্রদান।

মাযের ডাকের স্মারকলিপিতে, "রাষ্ট্রীয় মদদে এই অপরাধ বন্ধ না করলে নাগরিক অধিকার ও আইনের শাসন অসম্ভব।" তারা ICT-কে দ্রুত পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার অনুরোধ জানায়।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে আয়নাঘর নামক গোপন বন্দিশালার অস্তিত্ব ও নির্যাতনের খবর প্রকাশিত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো দাবি করে, র‍্যাব, ডিজিএফআই, এনএসআইয়ের সদস্যরা এসব ঘটনায় জড়িত।

মাযের ডাক জানায়, "গুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, যতদিন না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।"

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com