
কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত এইচ-ই সামিয়াহ এশা জোহার হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রোববার (১৯ অক্টোবর) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা, বিশেষ করে যৌথ সামরিক প্রশিক্ষণ, এক্সারসাইজ ও সেমিনার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও কুয়েতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে তারা মতবিনিময় করেন।
উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত H.E. Ali Tunyan Abdul Wahab Hamadah সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।