জনতার স্রোতের দিকে তাকালে দেশ গঠন ও সংস্কার সহজ হতো: আইন উপদেষ্টা

জনতার স্রোতের দিকে তাকালে দেশ গঠন ও সংস্কার সহজ হতো: আইন উপদেষ্টা
প্রকাশিত

জুলাই শহীদদের সাহসিকতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশের প্রতিটি মানুষ জুলাই অভ্যুত্থানের রূপকার ছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, সুন্দর সংবিধান থাকার পরও অনেক দেশ ভালো নেই। ভালো সংবিধানের পাশাপাশি আত্মশুদ্ধি প্রয়োজন। রাষ্ট্র মেরামতের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি আমাদের যথাযোগ্য মর্যাদা জানাতে হবে।

এই উপদেষ্টার মতে, মানুষের আবেগের বিচ্ছুরণ ও বিক্ষুব্ধ জনতার স্রোতের দিকে তাকালে দেশ গঠন ও সংস্কার কাজ সহজ হতো।

এ সময় বিগত আওয়ামী সরকার দেশের ক্ষতি করে গেছে জানিয়ে তিনি বলেন, চব্বিশের নির্বাচনসহ পরপর তিনটা জঘণ্য নির্বাচনের ইতিহাস এই উপমহাদেশে নেই। ১৫ বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়া হয়নি।

শেখ হাসিনা তরুণ প্রজন্মকে ভুলপথে পরিচালিতম করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা মিথ্যাবাদী প্রজন্ম তৈরি করেছিল। তার আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কৃতদাস বানিয়ে অত্যাচার চালানো হতো।

প্রতিবেশী দেশ ভারতকে আওয়ামী সরকার অনৈতিক সুবিধা দিয়েছেন জানিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা দেশকে ব্যক্তিগত সম্পত্তি ভেবে ভারতকে একের পর এক সুবিধা দিতো। তার আমলে নির্বিচারে সীমান্ত অগণিত হত্যা হয়েছে। দেশের নদী ধ্বংস করে ভারতকে সড়ক তৈরি করে দেয়া হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com