আলেমদের নিয়োগ দিয়ে হলেও শিক্ষাক্রম সংস্কার করুন : ববি হাজ্জাজ

শিক্ষাক্রমে ধর্মবিদ্বেষী বিষয় ঢুকানো হয়েছিল বলে মন্তব্য করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (বাংলাদেশ) চেয়ারম্যান ববি হাজ্জাজ আলেমদের নিয়োগ দিয়ে হলেও শিক্ষাক্রম সংস্কারের দাবি জানিয়েছেন।
আলেমদের নিয়োগ দিয়ে হলেও শিক্ষাক্রম সংস্কার করুন : ববি হাজ্জাজ

প্রেসক্লাবে বক্তব্য রাখছেন ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

প্রকাশিত

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এনডিএম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এমন দাবি জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষাক্রমে ধর্মবিদ্বেষী বিষয় ঢুকানো হয়েছিল। প্রয়োজনে আলেমদের নিয়োগ দিয়ে হলেও শিক্ষাক্রম সংস্কার করুন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে ভারত অনেক নোংরা নোংরা কথা বলছে। তারা নাকি বাংলাদেশিদের উল্টো করে ঝুলাবে। অথচ ৫ আগস্টের পরও তারা বাংলাদেশ নিয়ে এমন কথা বলেনি। এখন এই সাহস তারা পেয়েছে এই সরকারের কারণে। কারণ তারা সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার আসছে আমাদের মাধ্যমে, ছাত্র-জনতার মাধ্যমে, আমাদের কথা তাদের শুনতে হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে তার বিচার করতে হবে। আমরা প্রস্তুত এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য। কোনো ভুলের কারণে যেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ না হয়। আমরা তাদের ভুল ধরিয়ে দিব।’

‘৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগকে যে গণহত্যা চালিয়েছে তাদেরকে অন্তত ১০ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি ১৪ দলের অংশ তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। যারা হাসিনার দোসর ও গণহত্যার সহযোগী তাদের রাজনীতি করার অধিকার নাই,’ বলেন তিনি।

এনমডিএম চেয়ারম্যান বলেন, ‘কোনো ধরনের প্রতিবিপ্লব হতে দেয়া হবে না। ৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে আছি।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com