যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টায় হাসিনার ঘনিষ্ঠরা, বিক্রি ঠেকাতে নেয়া হবে উদ্যোগ

যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টায় হাসিনার ঘনিষ্ঠরা, বিক্রি ঠেকাতে নেয়া হবে উদ্যোগ
প্রকাশিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলাকালেই যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা-এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসেছে সংস্থাটি। সংস্থাটি বলছে, জব্দের আদেশ কার্যকর হওয়ার আগেই যারা সম্পদ বিক্রির চেষ্টা করছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে, সেই বিক্রি ঠেকাতে উদ্যোগ নেয়া হবে।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের মন্ত্রী-এমপি, সুবিধাভোগী ব্যবসায়ীসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। মামলার পাশাপাশি দেশে-বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দে করতে নানা পদক্ষেপ নিচ্ছে।

ঠিক এ সময় দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন। দেশটির জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্যমতে, গত বছর সম্পদ বিক্রির অন্তত ২০টি আবেদন জমা পড়েছে।

এ বিষয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন,

সুনির্দিষ্টভাবে তথ্য পেলে ওইসব সম্পদ বিক্রি বন্ধের উদ্যোগ নেয়া হবে।

এদিকে, পদোন্নতি প্রদানে দুর্নীতির অভিযোগে শ্রম প্রতিমন্ত্রী (সাবেক) বেগম মন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদফতরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।

শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেয়া হলেও, তা দুদকের তফসিলভুক্ত নয়—ফলে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মহাপরিচালক।

প্রসঙ্গত: ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পত্তি লেনদেন করেছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে ওই ব্যক্তিদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে, তখন যুক্তরাজ্যে তাদের সম্পদ বিক্রি, বন্ধক কিংবা হস্তান্তর করা হচ্ছে। ব্রিটেনের জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে কেবল গত এক বছরে বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ লেনদেনের অন্তত ২০টি আবেদন জমা পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক তদন্ত সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com