কারাবন্দি স্ত্রীকে মুক্ত করতে মানবিক আবেদন সাংবাদিক স্বামীর

ছবিঃ সংগৃহীত 

ছবিঃ সংগৃহীত 

প্রকাশিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আট মাস ধরে কারাবন্দি রয়েছেন সাংবাদিক ও ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও শিক্ষক আঞ্জুমান আরা বেগম বন্যা। স্ত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছেন তার স্বামী, প্রবীণ সাংবাদিক এ.টি.এম. সামসুজ্জোহা।

এক আবেদনে তিনি উল্লেখ করেন, “আমি ২০১২ সালে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাই। আমাদের একমাত্র কন্যা শিশুকালে অপহরণের শিকার হয়ে আজও মানসিক ভারসাম্য ফিরে পায়নি। এই দুর্দশাগ্রস্ত সংসারের একমাত্র ভরসা ছিলেন আমার স্ত্রী বন্যা।” 

বন্যা ঠাকুরগাঁওয়ে একজন জনপ্রিয় নারী নেত্রী ও সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন।সামসুজ্জোহা জানান, পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালনের সময় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি একাধিক ‘মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন এবং কারাবন্দি হন।

সামসুজ্জোহা আরও জানান, কারাগারে থাকা অবস্থায় বন্যা দুইবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, “একজন শারীরিক প্রতিবন্ধী স্বামী এবং মানসিকভাবে অসুস্থ সন্তানের পাশে না থেকে তিনি চরম কষ্টে আছেন। আমরাও নিঃসঙ্গ ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।”

এ অবস্থায় সরকারের কাছে আঞ্জুমান আরা বেগম বন্যার নিঃশর্ত মুক্তির জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এই সাংবাদিক।

সরকারি কোনো সূত্রে এখনো এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com