

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে যান দুপুর ২টায়।
রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বেলা ১১টা থেকে বঙ্গভবনের সামনে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও ইসির প্রতিনিধিদল তাদের কোনো বক্তব্য দেননি।
সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন। আজকে যেকোন সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার কথা রয়েছে।
বুধবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। সন্ধ্যায় বা বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। সকাল থেকেই নির্বাচন ভবনের আশাপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।