নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই: স্থানীয় সরকার উপদেষ্টা

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই: স্থানীয় সরকার উপদেষ্টা
প্রকাশিত

ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ‘মানুষের ভোট’। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আদিলুর রহমান খান জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ ভোট’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘এই সনদ ছাত্র ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। তাই এর প্রতি সবার দায়িত্ব আছে।’

তিনি আরও জানান, নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতে মাঠে কোনো বৈষম্য থাকবে না বলে তিনি মনে করেন। তার কথা, ‘নির্বাচনের সময় সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে।’

এর আগে উপদেষ্টা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সিলেট বিভাগের কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com