দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‍্যাব: মহাপরিচালক

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
প্রকাশিত

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধেও তৎপর রয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুর কালীবাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

তিনি জানান, এ বছর সারাদেশে র‍্যাবের আওতায় ৪ হাজার ৬৭০টি পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।

মহাপরিচালক বলেন, ‘কেউ যাতে গুজব ছড়িয়ে বা অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য র‍্যাব সর্বোচ্চ সতর্ক রয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে পূজা মণ্ডপগুলোতে র‍্যাব সদস্যদের মোতায়েন শুরু হবে।’

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উসকানিমূলক কোনো কর্মকাণ্ড পর্যবেক্ষণে র‍্যাবের আইসিটি বিভাগ বিশেষ নজরদারি করছে।

এ সময় পূজা আয়োজকদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন মহাপরিচালক। পাশাপাশি সাংবাদিকদেরও গুজব শনাক্ত ও প্রতিরোধে সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com