গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ সিদ্দিক: ইস্টার্ন হাউজিংয়ের কর্মকর্তা

গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ সিদ্দিক: ইস্টার্ন হাউজিংয়ের কর্মকর্তা
প্রকাশিত

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং-এ একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। শেখ পরিবারের রাজউকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা এমন সাক্ষ্যপ্রদান করেন। তারা হলেন, প্রতিষ্ঠানটির নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে তিন মামলায় ১৫ জন সাক্ষ্য প্রদান করেছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।

এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়মবহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক।

উল্লেখ্য, রাজউকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় শেখ রেহানা ও তার সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের শুনানি হয় আজ। ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এই সাক্ষ্যগ্রহণের কার্যক্রম চলে। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি হিসেবে রয়েছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com