সিলেটে চালু হচ্ছে ‘জিনিআ’ অ্যাপ: এক ক্লিকেই মিলবে পুলিশি সহায়তা

সিলেটে চালু হচ্ছে ‘জিনিআ’ অ্যাপ: এক ক্লিকেই মিলবে পুলিশি সহায়তা
প্রকাশিত

সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই পাওয়া যাবে জরুরি সব পুলিশি সহায়তা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন যোগদান করা কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে কর্মদিবসের প্রথম দিনে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।

এ সময় পুলিশ কমিশনার বলেন, ‘GenieA একটি অ্যাপ, যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক সবই এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। এতে থাকবে লোকেশন শেয়ার, নোটিফিকেশন ও অভিযোগ ট্র্যাকিং সুবিধা। ভবিষ্যতে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইনভিত্তিক সাক্ষ্যপ্রমাণ সুরক্ষার সুবিধাও যোগ করা হবে।’

তিনি আরও বলেন, ‘সিলেটবাসীর সহযোগিতায় একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা হবে। আমার স্বপ্ন এমন একটি সিলেট গড়ে তোলা, যেখানে সবাই আস্থার সঙ্গে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে এবং নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনাদের সহযোগিতা থাকলেই আমাদের কাজের সার্থকতা মিলবে।’

মতবিনিময় সভায় এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com