১ কোটি ৩০ লাখ প্রবাসী আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন: তৈয়্যব

১ কোটি ৩০ লাখ প্রবাসী আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন: তৈয়্যব
প্রকাশিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১ কোটি ৩০ লাখ প্রবাসী ভোটাধিধকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

তৈয়্যব বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ পোস্টাল ব্যালট সেবা চালু করতে যাচ্ছে ডাক বিভাগ। এর মাধ্যমে ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।

ডাক বিভাগকে আরো কার্যকর করতে সরকার ডাক আইন সংশোধন করার উদ্যোগ নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

তিনি বলেন, ‘ই-ভ্যালি, ই-অরেঞ্জর মতো আর কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য উদ্যোগ নেয়া হচ্ছে।’

চলতি মাসেই সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম চালু হচ্ছে জানিয়ে তৈয়্যব বলেন, ‘এই সেন্ট্রাল লজিস্টিক হাব চালু হলে ই-ভ্যালি, ই-অরেঞ্জর মতো ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা বন্ধ হবে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com