ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
প্রকাশিত

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঢাকার কুর্মিটোলায় ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হবে। সেখানে সপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে দাফন করা হবে।’

এর আগে, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তার মৃত্যুর খবরে রাজশাহী উপশহরের তিন নম্বর সেক্টরের আশ্রয় বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত (মঙ্গলবার সকাল ৮টা) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে ও নিহতের মধ্যে ২৫ জনই শিশু এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকে।

দুর্ঘটনার খবর পেয়ে তৌকিরের বাবা-মা ও পরিবারের সদস্যরা বিমানবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় ঢাকায় পৌঁছান। সেখানে সন্ধ্যার পর নিশ্চিত হন তৌকিরের মৃত্যুর সংবাদ। তখন থেকেই শুরু হয় কান্না আর শোক।

তৌকিরের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, শোক গোটা রাজশাহীতে। তার বন্ধুবান্ধব ও শিক্ষাজীবনের সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com