যৌক্তিক সময় হলে হাটে হাঁড়ি ভেঙে দেব: জামায়াত আমির

যৌক্তিক সময় হলে হাটে হাঁড়ি ভেঙে দেব: জামায়াত আমির

ফাইল ছবি

প্রকাশিত

অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দেওয়া হবে, তা শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অন্তর্র্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাঁড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশাআল্লাহ।

শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শহরের হোটেল সাহিদ প্যালেসে চুয়াডাঙ্গা জেলা জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীন।

বিগত আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে ডা. শফিকুর বলেন, বাংলাদেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না, যেখানে ওই সরকার জনগণের রক্ত নিয়ে তাদের হাত রাঙায়নি। শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য তারা খুনের নেশায় পাগল হয়ে উঠেছিল। সেই পাগলামিতে তারা বড় ধরনের দুটো অপকর্ম করেছে। একটি করেছে গণহত্যা, আরেকটি এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছে। তারা দুটোতেই ব্যর্থ হয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতের আমির বলেন, আলাদা করে ভারতের ব্যাপারে কিছু বলব না, ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বসভার সব সদস্য মিলিমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব। 

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ।

আমরা দেশবাসী মিলে ঐকমত্যের ভিত্তিতে তাদের ওপর এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা ভুল ধরিয়ে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফলাফল পেয়েছি। তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। তারা যেন জাতির আবেগ ও প্রত্যাশার বাইরে কোনো কাজ না করেন। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মেহেরপুর জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা থেকে সড়কপথে পাবনায় যাওয়ার সময় ভেড়ামারায় জামায়াতে ইসলামী এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। 

শিক্ষা কমিশনে আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে হবে : পাবনা প্রতিনিধি জানান, জামায়াত আমির শিক্ষা সংস্কার কমিশনে আস্তিক ও আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যেই কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। এই দেশের ৯০ ভাগ মানুষ আস্তিক। তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব নেই কেন সেখানে? যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনাই বুঝতে পারে না তাদের কেন বসতে দেওয়া হয়েছে? আমরা চাই তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হোক। তাদের জায়গায় তারা ফিরে যাক। শনিবার বিকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান প্রমুখ। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com