গলফ অঙ্গনের উন্নয়নে প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ: সেনাপ্রধান

গলফ অঙ্গনের উন্নয়নে প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ: সেনাপ্রধান
প্রকাশিত

প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবে অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে সবার উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান।

এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা প্রকাশ করেন প্রধান অতিথি। সেইসঙ্গে এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ৬৬২ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন উইনার, কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম রানারআপ এবং জিন সুক ইউন লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com