মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা
প্রকাশিত

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরানোর জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

ভাষণের শুরুতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েও সেই প্রেরণার ধারাবাহিকতা এগিয়ে গেছে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত।

ড. ইউনূস বলেন, ‘নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা তাদের সাহায্য করতে পারবে না, তাই নির্বাচনের আগেই তাদের ফিরতে হবে। কেউ দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। পরাজিত শক্তি আর কোনোদিন ফিরে আসতে পারবে না।’

তিনি জানান, প্রশাসনকে কার্যকর ও নিরপেক্ষ করতে বেশ কিছু রদবদল করা হয়েছে। ভোটাররা যাতে নিরাপদ ও নির্ভীকভাবে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার পরিবারের সঙ্গে আলোচনা করে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com