নারীরা মাথা উঁচু করলে গোটা দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে: উপদেষ্টা শারমীন

নারীরা মাথা উঁচু করলে গোটা দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে: উপদেষ্টা শারমীন
প্রকাশিত

নারীরা মাথা উঁচু করলে গোটা দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বুধবার (০৮ অক্টোবর) রাজধানীর শিশু একাডেমিতে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় এ কথা জানান তিনি।

নারীরা মাথা উচু করলে গোটা দেশ মাথা উচু করে জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ২৪ ঘণ্টা রেসপন্স ইউনিট তৈরিতে সরকার কাজ করছে।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার বলেন, নারীদের হাজার বছরের বঞ্চনার ইতিহাসে পরিবর্তন ঘটানোর সুযোগ তৈরি হয়েছে।

আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লরি, দেশের কল্যাণে কাজ করি এ প্রতিপাদ্যে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস। রাজধানীর শিশু একাডেমিতে সকালে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।

বক্তারা জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের স্বীকৃতি ও নারী সুরক্ষায় সর্বোচ্চ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজব্যবস্থার আশাবাদ ব্যক্ত করেন আয়োজনে অংশ নেয়া শিক্ষার্থীরা।

দিবসটি ঘিরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com