মব ভায়োলেন্স এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মব ভায়োলেন্স কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন স্থানে এখনও দু একটি ঘটছে।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন করে ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। পুলিশ ১৫ হাজার ৮৫১ জন, বিজিবি ৪ হাজার ৪৬৯ জন, আনসার ৫ হাজার ৫৫১ জন, কারা পুলিশ ১৫৫৮ জন ও ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্দোষ জনগণ যেন কোনভাবেই হয়রানির শিকার না হয়। তবে দোষিরা যেন ছাড়া না পায়। পুলিশকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com