অবৈধভাবে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়ে: ইতালির রাষ্ট্রদূত

অবৈধভাবে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়ে: ইতালির রাষ্ট্রদূত
প্রকাশিত

অবৈধভাবে ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে বাংলাদেশের পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়ে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ‍্যান্তনিও অ‍্যালসেন্দ্রো।

সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটরিয়ামে বাংলাদেশ-ইতালি সম্পর্ক উন্নয়নে এক সেমিনারে দেয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আলোচনায় মূলত অবৈধ অভিবাসী ও পারস্পরিক ব্যবসায়িক নানান জটিলতা তুলে ধরেন আন্তোনিও।

তিনি বলেন, ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে বাংলাদেশের পাসপোর্টের মান অনেকটাই কম হওয়ায় অবৈধ উপায়ে বিদেশ পাড়ি দেয়ার ঘটনা বাড়ছে। এছাড়া, স্বচ্ছ ও নির্ভেজাল কাজগপত্র পেতেও অনেকসময় নানান ভোগান্তিতে পড়েন বিদেশি বিনিয়োগকারীরা। অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান আন্তোনিও।

ইতালির রাষ্ট্রদূত বলেন, উচ্চ ট্যারিফের কারণে বাংলাদেশে পণ্য রফতানিতে জটিলতা বাড়ে। তাই এ বিষয়ে একটি সুস্পষ্ট ও সুবিধাজনক নীতি প্রণয়নে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। ট্যারিফমুক্ত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কেও জোর দেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com