নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান
প্রকাশিত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন চিন্তা করলে তা ভুল হবে।

শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়ন কাঠামোতে নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি নতুন ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘ভালো মানুষ হতে হবে, নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।’

তিনি আরও জানান, নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়ন এখন সময়ের দাবি। দেশের উন্নয়নে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করাই টেকসই অগ্রগতির পথ।

অনুষ্ঠানে পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আরিফুল হক ও এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।

এসময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com