সবাই নির্বিঘ্নে-নিশ্চিন্তে ভোট দিচ্ছে: ডিসি মাসুদ

সবাই নির্বিঘ্নে-নিশ্চিন্তে ভোট দিচ্ছে: ডিসি মাসুদ
প্রকাশিত

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম বলেছেন, ডাকসু নির্বাচনে সকাল থেকে আমি যতটুকু ঘুরে দেখেছি, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনও অনেক ভালো। সবাই নির্বিঘ্নে-নিশ্চিন্তে ভোট দিচ্ছে। এভাবে থাকলে সমস্যা হবে না। সবকিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পারব আশা করছি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে টিএসএসি এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন মাসুদ আলম।

ভূয়া স্টুডেন্ট কার্ড সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাসুদ আলম বলেন, ভূয়া স্টুডেন্ট কার্ড ব্যবহার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দু’জন ভূয়া কার্ডধারী পাওয়া গেছে। কোথায় থেকে কেন আসলো, কোন উদ্দেশ্য আছে কী না কিংবা বিশেষ কোন স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করছে কী না-এগুলো আমরা যাচাই বাচাই করছি।

এদিকে, উৎসবমুখর পরিবেশ ও আমেজের মধ্য দিয়ে শুরু হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ডাকসু নির্বাচনের আটটি কেন্দ্রেই ভোট দেওয়ার জন্য ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। সকাল আটটায় ভোট শুরুর আগে থেকেই ভোটাররা আসতে শুরু করেন কেন্দ্রগুলোতে। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরাও ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com