

বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে দোহায় একটি প্রেষণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে বাংলাদেশের ৮০০ সদস্য কাতারে নিয়োগ পাবেন। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রোববার আইএসপিআর জানায়, বাংলাদেশের পক্ষে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। কাতারের পক্ষে সই করেন চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।