সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না: আমীর খসরু

সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না: আমীর খসরু
প্রকাশিত

সব দলের আলাদা মত আছে, তাই সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফসিসি) হলে অনুষ্ঠিত 'জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা' শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তিনি এ কথা বলেন।

সংলাপে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির খুনিকে গ্রেফতার নিয়ে কিছু বলছে না সরকার। তিনি মনে করেন, আরেকটি সাগর-রুনি হতে যাচ্ছে হাদি হত্যাকাণ্ড।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারা বলেন, দুর্বল রাষ্ট্র কাঠামোর কারণে সুশাসন নিশ্চিত হচ্ছে না।

এছাড়া বক্তারা উল্লেখ করেন, রাজনৈতিক দল যদি মবের বিরুদ্ধে কথা না বলে, তাহলে সাধারণ মানুষের ভোট দেয়া নিয়েও শঙ্কা থাকে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com