শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: তারেক রহমান

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: তারেক রহমান
প্রকাশিত

বৈধ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবি নীতিগতভাবে স্বীকৃতি দিয়েছে — বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিক্ষকদের সমস্যা রাষ্ট্র ও সমাজের জন্য গুরুত্বপুর্ন, তাই তাদের দাবিকে যতো দ্রুত সম্ভব বাস্তবে রূপ দিতে হবে।

বিবৃতিতে মির্জা ফখরুল শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকারগুলো ব্যাখ্যা করেছেন:

* যুক্তিসঙ্গত আর্থিক সুবিধাসহ চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, * শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা প্রদান, * তাদের অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া।

তিনি বলেন, ‘রাষ্ট্র ও রাজনীতির সংস্কার বা নাগরিক উন্নয়নে যত উদ্যোগ নেওয়া হয় না কেন, যদি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থিক–সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না হয় ততক্ষণ কাঙ্খিত সুফল পাওয়া যাবে না।’

ফখরুল দাবি করেন, যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে সরকারের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বিষয়ে দল ইতিবাচকভাবে বিবেচনা করবে; এতে বিএনপির কোনো দ্বিমত নেই।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বিএনপি কোন নমনীয়তা প্রদর্শন করবে না।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com