এই বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার: কাদের সিদ্দিকী

এই বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার: কাদের সিদ্দিকী

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নিহত সেনা কর্মকর্তা তানজীম সরোয়ারের টাঙ্গাইলের বাড়ি তার স্বজনদের সমবেদনা জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী।

প্রকাশিত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘অল্প কিয়েকদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে। এটাকে বিপ্লব বলা চলে, মহাবিপ্লবও বলা চলে। এই বিপ্লব যদি ব্যর্থ হয়, তবে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কক্সবাজারে ডাকাতের হাতে নিহত সেনা কর্মকর্তা তানজীম সরোয়ারের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়ি টাঙ্গাইলে করের বেতকা গ্রামে গিয়ে এসব কথা বলেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘গত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। অনেকে মনে করেন এটা আওয়ামী লীগ সরকার করেছে। আমি বলবো- এটা আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না। শেখ হাসিনার সরকার ছিল। যতটুকু অন্যায় করেছে তার ৯০ ভাগই শেখ হাসিনা করেছেন।’


তিনি বলেন, ‘একটা সেনাবাহিনীর সদস্যে গায়ে ডাকাত-চোর যদি আঘাত হানতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে আইনকানুন বলতে কিছু নাই।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com