
বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের এমন শাস্তি দাবি করেছেন যাতে ভবিষ্যতে নতুন কোনো খায়রুলের জন্ম না হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে খায়রুল হককে গ্রেফতারের খবরে এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান আর্কিটেক্ট খায়রুল হক।
কায়সার কামাল বলেন, তার এমন শাস্তি হওয়া উচিত, যেন ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এদিন সকাল ৮টার দিকে ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেফতার করেছে।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টার দিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাসিরুল ইসলাম জানান, এবিএম খায়রুলের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলা আছে। এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা আছে।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক।