খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে খোলা হয়েছে শোক বই

খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে খোলা হয়েছে শোক বই
প্রকাশিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোক বই খোলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই শোক বই খোলা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এতে শোক প্রকাশ করে সমবেদনা জানানো যাবে।

গণমাধ্যমকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র প্রতি শোক জানানোর জন্য চেয়ারপার্সন অফিসে শোক বই খোলা হয়েছে। এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তাঁদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।

তিনি জানান, শোক বইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে— মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিকরা। শোক জানানোর পাশাপাশি বিভিন্ন দেশের কূটনৈতিকরা সশরীরে বিএনপির গুলশান কার্যালয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর করে যাচ্ছেন। তাদের পাশাপাশি বিএনপির শরিক দলের নেতারও আসছেন। এ পর্যন্ত ১৫ টির বেশি দেশের প্রতিনিধি শোক বইতে স্বাক্ষর করেছেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন। এছাড়াও পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও একে একে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেখা গেছে।

শায়রুল কবির খান জানান, ‘চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিনসহ ১৬ টির বেশি দেশের প্রতিনিধি ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।’

আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইন্তেকাল করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com