সামরিক আর দলীয় পোশাকে আবৃত ইসি: নাসীরুদ্দীন

সামরিক আর দলীয় পোশাকে আবৃত ইসি: নাসীরুদ্দীন
প্রকাশিত

নির্বাচন কমিশন সামরিক পোশাক আর দলীয় পোশাকে আবৃত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষ এই মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, ‘আমরা কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু গণতান্ত্রিক ভোট দেয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বকচন কমিশন। তারা নিরপেক্ষতা হারাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি, এটা একটা মেরুদণ্ডহীন কমিশন।’

মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে এনসিপি উন্মোচন করবে বলেও হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক।

তিনি বলেন, ‘ইসির বেশিরভাগ অংশ সামরিক পোশাক পরে আছে। বাকিটুকু দলীয় দলীয় পোশাকে আবৃত।’

ইসির বেঁধে দেয়া সময় গত ২২ জুনের মধ্যে ১৪৪টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। সেই আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে সব দলের কাছে চিঠি দেয় ইসি। এর মধ্যে এনসিপির নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে ছয়টি বিষয়ে তথ্য ঘাটতি পায় ইসি।

এরই অংশ হিসেবে রোববার দুপুরে ঘাটতি থাকা নথিপত্র নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যায় এনসিপির একটি প্রতিনিধি দল। পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে দলটি।

এছাড়া দুপুর পর্যন্ত আরও ১৫টি দল ইসিতে এসে নিবন্ধনের জন্য ঘাটতি কাগজপত্র জমা দেয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com