নুরসহ নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে: রাশেদ খাঁন

নুরসহ নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে: রাশেদ খাঁন
প্রকাশিত

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, গণঅধিকার পরিষদ গতকাল জাতীয় পার্টির অফিসে হামলা করতে যায়নি। পুলিশ ও সেনাবাহিনী গণঅধিকার পরিষদের অফিসের সামনে এসে হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।

নুরের শারীরিক অবস্থার সম্পর্কে তিনি আরও বলেন, তার নাক ফেটে গেছে, চোখে আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বুট দিয়ে তার বুকে আঘাত করেছে। এ ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে সেনাপ্রধানের প্রতি, বলেও জানান রাশেদ খাঁন।

দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের দোসররা সেনাবাহিনীতে এখনও কর্মরত রয়েছে। তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এ ছাড়াও ডিজিএফআইয়ের সঙ্গে জাতীয় পার্টির আঁতাত চলছে বলে দাবি করেন তিনি।বলেন, তারা জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। তবে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না।

হামলায় জড়িত ফেসবুকে ভাইরাল এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, মেরুন রঙের পোলো টি-শার্ট পড়া লোকটি কে? তিনি সম্রাটের ওপর হামলা করেছে। অন্যদিকে নুরের ওপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

এ ছাড়াও এই হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াতে পারেন না, উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তার পদত্যাগ দাবি করছি। দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়ার আহ্বানও জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com