রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খসরু

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খসরু
প্রকাশিত

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, 'সকলের স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে কাজ করার এবং স্বাধীনভাবে কাজ করার। প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হৃদয়ে এটা ধারণ করবেন। আপনার এখানে কোনো বহিরাগত না, সাময়িক কারণে এখানে এসেছেন—এটা ভাববেন না। আপনারা ভাববেন এখানে আপনি কাজ করছেন, এটাই আপনার জায়গা, এটাই আপনার দেশ। আপনি ইচ্ছা করলে এখানে বাড়ি-ঘর করবেন, এখানে স্থায়ী হবেন। এর মধ্যে দ্বিধা থাকার কোনো কারণ নাই। আপনাকে আবার পার্বত্য চট্টগ্রামে ফিরে যেতে হবে এটাও ভাবার কোনো কারণ নাই। ইচ্ছা হলে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না। আমরা সকলে একটা দেশের অধিবাসী।'

'আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড—সেটা চাকরি-বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। আমি তো সব সময় বলি, আমার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে, তোমরা বেশি করে রাজনীতিতে আসো। আমরা চাই তোমাকে কমিটির প্রধান করতে, স্থানীয় কাউন্সিলর করতে, এমপি করতে, মন্ত্রী করতে। আমরা চাই আপনারা সমাজের প্রতিটি জায়গায় অংশগ্রহণ করবেন, আপনারা নেতৃত্ব দেবেন,' যোগ করেন তিনি।

নারীদের নেতৃত্বে আসার আহ্বান জানিয়ে খসরু বলেন, 'আমরা চাই আগামীর বাংলাদেশে এই পরিবর্তন আনতে এবং রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা, দেখছি না আমরা? রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। মহিলাদের আরও বেশি অংশগ্রহণ করতে হবে, সমানভাবে অংশগ্রহণ করতে হবে।'

পার্বত্য অঞ্চলের ভাষা রক্ষা করার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, 'এটা কিন্তু নষ্ট হতে দেবেন না। এটা বিশ্বের সব দেশে আছে। আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। রংধনু যে রকম, সব সংস্কৃতি বাংলাদেশে থাকবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যাব আগামী দিনে। আমরা যখন ডেলিগেশনে যাব, আপনার সংস্কৃতি, আপনার ভাষা, আপনার ইতিহাস নিয়ে যাব। এটাই বাংলাদেশ। সবার সব সংস্কৃতি আছে, ধর্ম আছে, ইতিহাস আছে, আপনাদেরকে এগুলো রক্ষা করতে হবে। এটা নষ্ট হতে দেবেন না। আর যদি সরকারি কোনো সাহায্য লাগে, যদি আমাদের সুযোগ হয়, সেটা বলবেন। সেই সাহায্য আমরা আপনাদেরকে দেবো।'

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com