
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে আটটায় কিশোরগঞ্জের এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জের হাওর এলাকায়, প্রত্যন্ত এলাকায়, এমনকি কিশোরগঞ্জ সদরেও স্কুল আছে, সেখানে শিক্ষক নাই। হাসপাতাল আছে ডাক্তার নাই। যুবসমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই। অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই। রাষ্ট্রপতি ছিল কিন্তু মানুষের উন্নয়ন নাই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টে দিতে চাই।’
নাহিদ আরও বলেন, ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার-আমার অধিকারের কথা থাকবে, মানুষের মর্যাদার কথা থাকবে। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে নেব।’
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এনসিপি কাজ করবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘কিশোরগঞ্জ একটি হাওরবেষ্টিত এলাকা। এখানে হাওরের কৃষক-শ্রমিকরা অনেক পরিশ্রমী, তবে সে অনুযায়ী তাদের মূল্যায়ন নেই। হাওরের মাছ সারাদেশে ছড়িয়ে যায়। এই কিশোরগঞ্জকে আগামীর শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে। কিশোরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামীতে কাজ করবে। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য গণঅভ্যুত্থানে শত শত ভাইবোন শহীদ হয়েছেন। আপনার আমার দায়িত্ব হচ্ছে, সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করা।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আগামীর নতুন বাংলাদেশে কিশোরগঞ্জ হবে এনসিপির অন্যতম দুর্গ। কিশোরগঞ্জবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন।’