

গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল আজ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ এক যৌথ বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার ক্ষেত্রে আজকের তফসিল ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে একইসাথে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।
তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আমাদের জাতীয় কর্তব্য। তাই এই নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার জন্য সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য সকল অংশীদারকে নিয়ে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।