বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফলে তফসিল গুরুত্বপূর্ণ মাইলফলক

নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের আহ্বান গণসংহতি আন্দোলনের
বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফলে তফসিল গুরুত্বপূর্ণ মাইলফলক
প্রকাশিত

গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল আজ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ এক যৌথ বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার ক্ষেত্রে আজকের তফসিল ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে একইসাথে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।

তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আমাদের জাতীয় কর্তব্য। তাই এই নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার জন্য সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য সকল অংশীদারকে নিয়ে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com