

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সেখানেই এমন কথা বলেন তারেক রহমান।
একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন না হয়, সেটিও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ সময় বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানান বৈঠকে উপস্থিত বাম নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের ওপর জোর দেন বাম নেতারা।
অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগানোর আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।’
যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা। বৈঠকে তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন তারা।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।