নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু

নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু
প্রকাশিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমীর খসরু বলেন, ‘এ প্রস্তাব কমিশনের হতে পারে, তবে বিএনপি এতে একমত নয়। আমরা আগেই পরিষ্কার করেছি, গণভোট ও নির্বাচন একই দিনে দুটি আলাদা ব্যালটে হবে—এটাই আমাদের অবস্থান। নতুন করে আলোচনার বা পরিবর্তনের কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘এটি বিএনপির শুরু থেকেই স্পষ্ট অবস্থান, যা এখনো অপরিবর্তিত আছে এবং ভবিষ্যতেও পরিবর্তন হবে না।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, ‘নির্বাচন কমিশনের প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। যদিও এখন একটি অন্তর্বর্তী সরকার আছে, তবে এর কিছু সদস্য প্রশ্নবিদ্ধ—যা শুধু বিএনপির নয়, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হয়েছে।’

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘তার দেশে ফেরার বিষয়টি স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে। তিনি কবে ফিরবেন, তা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি দেশে ফিরবেন—এটা পরিষ্কার।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com