মাইলস্টোনে নিহত সারিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপির

মাইলস্টোনে নিহত সারিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপির
প্রকাশিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী সারিয়া আকতারের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাসায় গেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২৫ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগের নয়ানগরে সারিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

এসময় নিহত সারিয়ার বাবা ও তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লাও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

আমিনুল হক বলেন, সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় শোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনায় শুরু থেকেই আপনাদের খোঁজ রাখছেন। এই শোক শুধু আপনাদের নয়, পুরো জাতির।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com