অপরাজনীতির ট্রমা থেকে বের হতে পারেনি শিক্ষার্থীরা: শিবির সভাপতি

অপরাজনীতির ট্রমা থেকে বের হতে পারেনি শিক্ষার্থীরা: শিবির সভাপতি
প্রকাশিত

গত দেড় দশক ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে যে অপরাজনীতি চলেছে সেটার ট্রমা থেকে এখনো শিক্ষার্থীরা বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতির ভীতি দূর করতে কাজ করছে ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় ভাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোকে কাদা-ছোড়াছুড়ি ছেড়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি, শিক্ষা সংস্কার কমিশন গঠন ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, যোগ্য ব্যক্তিদের অগ্রধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ গঠন, মাদরাসা শিক্ষা সংস্কার, নারী শিক্ষা প্রসারে উপর্যুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ ৩০ দফা শিক্ষা প্রস্তাবনা ঘোষণা করেন শিবির সভাপতি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com