
সরকার একা কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
রোববার (২৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আজাদ বলেন, কোনো একটি রাজনৈতিক দলের কথায় আমরা বলতে পারি না দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সরকার একা তারিখ ঘোষণা করতে পারে না। সরকারের পরামর্শে নির্বাচন কমিশন ঘোষণা করবে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে।
তিনি আরও জানান, পুলিশ কমিশন ও প্রধানমন্ত্রীর মেয়াদ এই দুই বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ জুলাইয়ের মধ্যেই হবে বলেও আশাবাদ জানান তিনি।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা একটা বিষয়ে একমত হয়েছি, সেটা হলো, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে ১০ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব।