৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি রাশেদের

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি রাশেদের
প্রকাশিত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রাশেদ খান বলেন, গতকালকের ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে হবে। নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।

সেনাবাহিনীর বিবৃতির প্রসঙ্গে রাশেদ খান বলেন, আমরা মব সৃষ্টি করে জাতীয় পার্টির অফিসে যাইনি। বরং নিজেদের অফিসের সামনেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম।

এই হামলার বিচার না করলে জনগণ সরকারের বিচার করবে মন্তব্য করে তিনি বলেন, এতদিন কোনো সংস্কার হয়নি শুধু উপদেষ্টাদের পকেট ভারি হয়েছে। আরেকটা ১/১১ ঘটিয়ে নির্বাচন বানচালের চক্রান্ত চলছে বলেও জানান তিনি। রাশেদ বলেন, তবে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন আয়োজন করতে হবে।

এদিকে রোববার বিএনপি-জামায়াত এবং এনসিপির বৈঠক ডেকেছিল সরকার। রাশেদ খান অভিযোগ করে বলেন সরকার শুধুমাত্র ৩টা দলকেই গুরত্ব দিচ্ছে। আগামীবাল তিন দল নয়, বৈঠকের আয়োজন হবে সর্বদলীয়। নতুবা যমুনা ঘেরাও করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com