জানমালের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বানও রিজভীর

জানমালের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বানও রিজভীর
প্রকাশিত

অন্তর্বর্তী সরকারকে দলমতের ঊর্ধ্বে উঠে জানমালের নিরাপত্তা রক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ-অভ্যূত্থানে আহতদের চিকিৎসা সহায়তা দেয়ার অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন, যাতে নির্বাচিত সরকার এলে আপনাদের ভালো দৃষ্টান্তগুলো চিহ্নিত করে আরও ভালো কিছু করার চেষ্টা করে। কেন এই সময়ে এসে এত খুন-জখম হবে, কেন এত ডাকাতি, চুরি, হত্যাকাণ্ড ঘটবে– এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি তৎপর হতে হবে।’

আগে স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াতের আমির ড. শফিকুর রহমানের মন্তব্যের বিষয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন হতে হবে। একটি নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় সে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়বে। যারা নির্বাচিত হবেন তারা দেখাবেন, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে। ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই কারণে জাতীয় নির্বাচন আগে হওয়া বাঞ্ছনীয়। এ বিষয়ে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট।’

রিজভী আরও বলেন, ‘চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যখন ছাত্র-জনতা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন, তখন তিনি দলের সব নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন তাদের সঙ্গে আন্দোলনে সক্রিয় থাকার জন্য। কখনও আবার ছাত্র-জনতার আন্দোলনে আমাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এই আন্দোলনে আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মী, বিএনপির সমর্থক অনেকেই প্রাণ দিয়েছেন গণতন্ত্রকে ফেরানোর জন্য।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com