নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না: জাবের

নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না: জাবের
প্রকাশিত

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, ‘আমরা সিম্পেথির রাজনীতি করব না। নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না।’

সোমবার (২৯ ডিসেম্বর) শাহবাগে অবরোধ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাদি হত্যার বিচার দাবি করে জাবের বলেন, ‘আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। যারা জামিনের ব্যবস্থা নিয়েছে, যারা টকশোতে তাকে গিনিপিগ বলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।’

জামাত এখন পর্যন্ত সরাসরি এসে একাত্মতা জানায়নি বলে অভিযোগ করে জাবের বলেন, ‘আমরা চাই সব দল সোচ্চার হোক। দলগুলো সোচ্চার না হলে নির্বাচনে জনগণ আপনাদের সোচ্চার করে দেবে। বাংলাদেশপন্থি দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক। তার আদর্শকে কোনো দলের মধ্যে কুক্ষিগত করা যাবে না।’

তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চ রাজনৈতিক দল নয়, প্রেসার গ্রুপ ও সাংস্কৃতিক সংগঠন। ক্ষমতার কাছে নিজেদের বর্গা দেবে না ইনকিলাব মঞ্চ। যতদিন আমরা যোগ্যতাসম্পন্ন না হব ততদিন ঢাকা-৮ এ আমাদের কেউ দাঁড়াবে না।’

এ সময় বিভিন্ন দলের নেতাদের বিএনপিতে যোগ দেয়া নিয়ে বলেন, ‘আমরা কায়সার কামাল নিলুফারদের বিএনপি দেখতে চাই না, আমরা জিয়াউর রহমানের বিএনপি চাই।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com