গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয়: মোহাম্মদ তাহের

গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয়: মোহাম্মদ তাহের
প্রকাশিত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট নিয়ে দুই ধরনের মতামত রয়েছে। দল বলছে গণভোট আলাদাভাবে হতে হবে এবং জাতীয় নির্বাচনের সঙ্গে হওয়া যাবে না।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তাহের বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটবে না। আর গণভোট নিয়ে দুই ধরনের মতামত রয়েছে। দল বলছে গণভোট আলাদাভাবে হতে হবে, জাতীয় নির্বাচনের সঙ্গে হওয়া যাবে না।

নির্বাচন কমিশনে কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা যাতে বজায়ে রাখে ইসি সে ব্যাপারে কথা হয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা, জন্মসনদ দিয়েও যাতে প্রবাসীরা ভোটার হতে পারেন এ নিয়ে কথা হয়েছে।

তিনি আরও বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হলে সমস্যা সৃষ্টি হবে কারণ জাতীয় নির্বাচন আর গণভোট এক জিনিস নয়। একসঙ্গে দুই ব্যালটে দুই পদ্ধতির ভোট হওয়া অযৌক্তিক।

গণভোটে বাড়তি তেমন কোনো খরচ নেই। জাতীয় নির্বাচনের সরঞ্জাম দিয়েই গণভোট করা সম্ভব-এ কথা উল্লেখ করে জামায়াতের এ নেতা আরও বলেন, একইদিনে নির্বাচন হলে সংস্কার ইস্যু ঢেকে যাবে। গণভোট আর জাতীয় নির্বাচন একসঙ্গে হলে আমও যাবে ছালাও যাবে। নভেম্বরে গণভোট করার প্রস্তাব দিয়েছে জামায়াত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পরিবেশ নিশ্চিতে পরীক্ষামূলকভাবে তা করা যেতে পারে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com