দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমান, জানালেন কৃতজ্ঞতা

দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমান, জানালেন কৃতজ্ঞতা
প্রকাশিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার দেশে ফেরাকে কেন্দ্র করে তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট নামে পরিচিত মহাসড়কজুড়ে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।

ঐতিহাসিক ও নজিরবিহীন এই জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়। এ অভ্যর্থনায় অংশগ্রহণকারী দেশবাসীর প্রতি তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একই সঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারাদেশের বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অভ্যর্থনা কার্যক্রম সুশৃঙ্খল ও সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া আজকের এই অভ্যর্থনা অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সকল গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com