

দেশ ও জনগণের সঙ্গে বেঈমানির ফলাফল সর্বদাই ভয়াবহ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিজভী বলেন, ‘গতকালের রায়ে প্রমাণিত হয়েছে, আল্লাহ বিচার পৃথিবীতেই করেন। দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা ৮ হাজার কোটি টাকা খরচ করেছেন, যার মাঝে ৩ হাজার কোটি টাকায় প্রশাসনের কর্মকর্তারা পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্র যদি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের জায়গা হয়ে যায়, তাহলে সেই রাজনৈতিক দল লুটেরা, ডাকাত, দানব ও রাক্ষসে পরিণত হয়। তাদের দ্বারা জনগণের উপকার হওয়া সম্ভব নয়।’
বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন রুহুল কবির রিজভী। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে চক্ষু রোগীদের চিকিৎসা, হৃদরোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এছাড়া দিনব্যাপী রক্তদান কর্মসূচি, বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করা অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ এবং শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়।