
জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করে বলেছেন, নতুন বাংলাদেশের জন্ম ৫ আগস্ট; ৮ আগস্ট নয়।
বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট; ৮ আগস্ট নয়। ৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’
এর আগে গতকাল বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করেছে।