

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র-জনতা।
এসব কর্মসূচিতে বিক্ষোভকারীরা হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন । অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
তারা বলেন, ওসমান হাদীকে শেষ করে দিতেই তারা টার্গেট করে গুলি করেছে। জুলাইয়ের অন্যতম শক্তি ওসমান হাদির ওপর এই হামলা সন্ত্রাসীদের সুপরিকল্পিত ঘটনা।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। না হলে জুলাই যোদ্ধারা বসে থাকবে না, আবারও মাঠে নামবে। আরও একটি গণঅভ্যুত্থান হবে। বিক্ষোভকারীরা অবিলম্বে এই হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, মাদারিপুর, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, নাটোর, বরিশাল, ঠাকুরগাঁওসহ সারাদেশে পৃথক পৃথক বিক্ষোভ, সমাবেশ, মশাল মিছিল ও কর্মসূচি আয়োজন করা হয়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ রোড ও বিবি রোডে পৃথক তিনটি কর্মসূচি পালিত হয়। সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের বিবি রোডে প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিল বের করে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের দুই নম্বর রেলগেইটে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।
একই সময়ে ছাত্র জনতার ব্যানারে চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের নবাব সলিমুল্লাহ সড়ক ধরে মেট্রো হল ঘুরে ফের চাষাঢ়া এসে শেষ হয়।
রাত ৮ টায় শহরের মিশনপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি মিশনপাড়া থেকে চাষাঢ়া মোড়ে গিয়ে শেষ হয়।
এদিকে ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে স্থানীয় ছাত্ররা। গতরাতে শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে মিছিল পূর্ব সমাবেশ হয়। মিছিলে নেতৃত্ব দেন শিক্ষার্থী মো. তাফিম।
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে নোয়াখালীর ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় নোয়াখালীর জেলা শহর মাইজদী বড় মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা সমাবেশে মিলিত হন।
ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জোট। ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে তারা গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি নাঈম মাহমুদ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আরিফ বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ান। গতকাল বিকেলে নগরীর পূবালী চত্বরে কুমিল্লা মহানগর ইনকিলাব মঞ্চের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক।
মাদারীপুরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হাদির ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে । গতকাল সন্ধ্যা সাতটার দিকে মাদারীপুর শহরের মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা জামায়াতের সেক্রেটারি এনায়েত হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান, সোবহান মজুমদার, ছাত্র দল নেতা ইকবাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
হাদির উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে মুন্সীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র জনতা। গতকাল সন্ধ্যায় কাচারী এলাকায় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন মশাল মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করে। এই মশাল মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়ক, নিহতের স্বজনসহ বিভিন্ন রাজনৈতীক নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত দশটায় জামতলা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার ভেতর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। না হলে জুলাই যোদ্ধারা বসে থাকবে না, আবারও মাঠে নামবে। আরও একটি গণ অভ্যুত্থান হবে। বিক্ষোভকারীরা অবিলম্বে এই হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’
ঠাকুরগাঁও এনসিপি ও জুলাই যোদ্ধারা হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতরাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমবায় মার্কেটে এনসিপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. রফিকুল আলম।
ইনকলিাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর উপর গুলি বর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আজ সকালে বিক্ষোভ সমাবেশ করে বরিশাল জেলা বিএনপি ও মহানগর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।