সংসদ নির্বাচনের দিনে গণভোট নিয়ে বিএনপির আপত্তি নেই: আমীর খসরু

সংসদ নির্বাচনের দিনে গণভোট নিয়ে বিএনপির আপত্তি নেই: আমীর খসরু
প্রকাশিত

সংসদ নির্বাচনের দিনে গণভোট নিয়ে বিএনপির কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীতে ট্রাভেল ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দেন, এ সময় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে তিনি তা জানিয়েছেন।

একইদিনে নির্বাচন ও গণভোটের সরকারি সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক করে অযথা সময় নষ্ট না করতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দেয়ার তাগিদ দেন আমীর খসরু। জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এমন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করেন তিনি।

তার মতে, দেশে এখন নিরপেক্ষ বিচার বিভাগ রয়েছে। তাই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলার রায়ের বিষয়টি বিচারবিভাগই দেখবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com