একটি দল ইসলামকে ব্যবহার করে বিভক্তি তৈরি করতে চায়: সালাহউদ্দিন আহমদ

একটি দল ইসলামকে ব্যবহার করে বিভক্তি তৈরি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
প্রকাশিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবসময় নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করতে দেখা যায়। এখন একটি দল নির্বাচন ও রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভক্তি তৈরি করতে চায়। তাদের থেকে দূরে থাকতে হবে।

শনিবার (১ নভেম্বর) 'আজমতে সাহাবা' মহাসম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা মদিনার ইসলাম বিশ্বাস করি। সে ইসলাম রাসুলুল্লাহ প্রবর্তন করেছেন ও সাহাবারা পালন করেছেন। কেউ মওদুদীর ইসলামে বিশ্বাসী। কিন্তু একটি দল ফিতনা তৈরি করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। তারা বিভ্রান্তি তৈরির জন্য ইসলামকে ব্যবহার করেতে চায়।  রাজনীতির নামে কেউ যেন ইসলামকে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী সরকার ছিল। দলটি অপ রাজনীতিতে বিশ্বাসী ছিল। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আলেম ওমুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে। ইতিহাস সাক্ষী এই দেশে তাদের রাজনীতি কীভাবে শেষ হয়েছে। বিএনপি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে চায়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com