একতরফা কিছু চাপিয়ে দেয়া হলে মানবে না এনসিপি

একতরফা কিছু চাপিয়ে দেয়া হলে মানবে না এনসিপি
প্রকাশিত

জুলাই সনদের খসড়া নিয়ে কঠোর সমালোচনা করে এটি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আলোচনা না করেই হঠাৎ জুলাই সনদের খসড়া প্রকাশ করা সঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।

মঙ্গলবার (২৯ জুলাই) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাভেদ রাসিন এসব বিষয়ে কথা বলেন।

রাসিন সাংবাদিকদের বলেন, কমিশন ৬টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা সঠিক কাজ নয়।

এনসিপির এ নেতা আরও বলেন, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়- সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তবে জুলাই সনদে সই করা হবে কি না তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে। আমাদের স্পষ্ট অবস্থান, আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। একতরফা কিছু চাপিয়ে দেয়া হলে আমরা মানি না।

রাসিন বলেন, আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, সেগুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক) মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। এনসিপি মৌখিকভাবে এ অবস্থান জানিয়েছে, প্রয়োজনে লিখিত জানানো হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com